এবার বলিউডের স্টাইলে জোড়া সুপারস্টার টলিউডেও? অন্তত ইন্ডাস্ট্রিতে কান পাতলে তো এমন খবরই শোনা যাচ্ছে। সূত্রের খবর , দেব ইধিকার আসন্ন ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশকে আর অঙ্কুশের ছবি ‘মির্জা’য় ক্যামিও করতে পারেন অভিনেতা দেব। ঠিক যেন, ‘জওয়ান’ আর ‘টাইগার থ্রির’ কথা মনে পড়ে যাচ্ছে।
Tota Roychowdhury: বহুদিন পর কমার্শিয়াল ছবিতে টোটা! বলিউড ঘুরে ফের টলিউডের অ্যাকশন ছবিতে 'ফেলুদা'
গত কয়েক বছরে আমূল পরিবর্তন এসেছে টলিউডেও। জিৎ, যশ নুসরতরা ভরসা রাখছেন কমার্শিয়াল ছবিতেই ,পাশাপাশি দেব অঙ্কুশরা ক্রমাগত নতুন ধরণের ছবি উপহার দিতে চাইছেন বাংলা ছবির দর্শকদের। ২০২৩- এ তিনটি হিট ছবি উপহার দিয়েছেন দেব। আর মোটামুটি সবগুলিই বক্সঅফিসে হিট। দুই সুপারস্টার এক ছবিতে, ক্রমেই মির্জা এবং খাদান নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকদের।