ঝা চকচকে শপিং মল, হাইরাইজের বাইরে একটা কলকাতা আছে। ভিন রাজ্য থেকে এ শহরে এলে অনেকেরই চোখের আড়ালে থাকে তা। কিন্তু মানুষটা ইমিতিয়াজ আলি হলে ঠিক খুঁজে বের করে ফেলেন আসল কলকাতাটাকে। তিলোত্তমায় এসে রাস্তার খাবারে মুগ্ধ ইমতিয়াজ।
মেয়েকে নিয়ে কলকাতায় এসেছেন 'যব উই মেট'এর পরিচালক। খুব সম্ভবত আগামী কোনও ছবির রেইকি করতে। তারই মাঝে কলকাতার স্বাদ থেকে বঞ্চিত করলেন না। রাস্তার ঝারের কচুরি-তরকারি খেয়ে অবাক ইমতিয়াজ।
রাস্তার ধারের ভাঙ্গাচোরা দোকানের ছবি পোস্ট করে ইমতিয়াজ লিখেছেন, 'কলকাতায় সবচেয়ে লোভনীয় দোকানগুলো এমনই দেখতে হয়'।