তিন বছরের সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন। শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্ত-র সম্পর্কে নাকি চিড় ধরেছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তাঁরা। এমনও রটনা রয়েছে, তাঁদের সম্পর্কে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তী। এক সময় ইমনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল শোভনের। এরপর তাঁদের বিচ্ছেদ হয়। ইমন বিয়েও করেন। সত্যিই কি শোভন স্বস্তিকার বিচ্ছেদের কারণ 'তৃতীয় ব্যক্তি' ইমন?
শোভন জানান, এই বিষয়ে কোনও মন্তব্যকেই তিনি এন্টারটেইন করবেন না। তাঁদের ব্যক্তিগত বিষয়ে তিনি তৃতীয় ব্যক্তিকে টেনে আনতে চান না৷ অন্যদিকে, স্বস্তিকাও ইমনের সম্পর্কে কোনও অভিযোগ আনেননি। ইমন জানিয়েছেন, স্বস্তিকা শোভন দুজনের সঙ্গেই তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শোভনের শুভ কামনা করে গায়িকা জানান, তিনি হ্যাপিলি ম্যারেড৷