বলি পাড়ায় সুখবর । এবার মা হতে চলেছেন আরও এক অভিনেত্রী । খুব শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজের (Ileana Dcruz pregnancy) ঘরে । সমাজমাধ্যমে সেই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী । খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । আবার একাংশের প্রশ্ন, সন্তানের বাবা কে ? আসলে, খুশির খবর ভাগ করে নিলেও সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছেন ইলিয়ানা । আর তা নিয়েই এখন নেটমাধ্যমে জল্পনা শুরু হয়েছে ।
ইলিয়ানা এদিন দু'টি ছবি পোস্ট করেন । সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুর জামা । লেখা "অ্যান্ড সো দ্য অ্যাডভেঞ্চার বিগিন্স" । বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'শুরু হল নতুন অ্যাডভেঞ্চার ।' আরেকটি ছবিতে ইলিয়ানার গলার হারে লেখা ‘মামা’, অর্থাৎ মা । ক্যাপশনে লেখেন, 'শীঘ্রই আসছে । তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।' বোঝা যাচ্ছে, তিনি সন্তানসম্ভবা ।কিন্তু, তাঁর সন্তানের বাবা কে, সেই নিয়ে উঠছে প্রশ্ন ।
বেশ কয়েক বছর আগে অ্যান্ড্রু নিবোনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের খবর সামনে এসেছিল । সম্প্রতি ক্যাটরিনা কইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তাঁর । দু'জনকে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল বলে খবর ।