২৮ সেপ্টেম্বর ছিল রণবীর কাপুরের জন্মদিন । আর বিশেষ দিনে সেরা উপহারটাও পেয়ে গেলেন অভিনেতা । আইফা-র মঞ্চে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিয়েছে 'অ্যানিম্যাল' । সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যাল মুক্তি পায় গত বছর । তারপর থেকে এই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি । সিনেমাকে অনেকে 'নারী বিদ্বেষী' তকমাও দিয়েছিলেন । তবে, আইফার মঞ্চে সেরার সেরা হল অ্যানিম্যাল । অন্যদিকে, আইফা মঞ্চে ফিরল ৯০ দশকের নস্ট্যালজিয়া । সেরা অভিনেতা-অভিনেত্রীর অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন এভারগ্রিন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় ।
কথায় আছে ওল্ড ইজ গোল্ড । তার প্রমাণ মিলল আইফা-র অ্যাওয়ার্ড তালিকাতেও । সেরা অভিনেতা, অভিনেত্রী থেকে সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা... বেশিরভাগই অভিজ্ঞ তারকাদের ভিড় । আইফা-র মঞ্চে কারা পুরষ্কৃত হলেন একবার জেনে নেওয়া যাক
সেরা ছবি: অ্যানিম্যাল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিম্যাল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সঙ্গীত পরিচালনা – অ্যানিম্যাল
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিম্যাল)
সেরা সঙ্গীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিম্যাল)
আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে আইফা অ্যাওয়ার্ড । অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ভিকি কৌশল, করণ জোহার, শাহরুখ খান । নাচে-গানে মঞ্চ মাতিয়েছেন বলি তারকারা । ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। এছাড়া ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়েছে ড্রিম গার্ল হেমা মালিনীকে ।