বলিউডে সহ অভিনেতা-অভিনেত্রীকে মন দেওয়ার ঘটনা আকছার ঘটছে। আবার তারই মধ্যে ছক ভাঙছেনও কেউ কেউ। বিনোদন জগতের বাইরে গিয়ে রাজনীতি মহলের কাউকে পছন্দ হচ্ছে, এমন ঘটনা তো ঘটছে। শোনা যাচ্ছে স্বরা ভাস্করের পর একই পথে হাঁটতে চলেছেন পরিনীতি চোপড়া। আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার ডিনার ডেট, লাঞ্চ ডেটে দেখা গিয়েছে পরিনীতিকে।
রাঘব চড্ডা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে গিয়েছিলেন, সেই সময়ে পরিনীতিও ম্যাঞ্চেস্টার ল' স্কুলে পড়তেন, শোনা যায় বিলেতেই বন্ধুত্বের শুরু। তারপর বন্ধুত্ব পেরিয়ে প্রেম...
রাঘবের রাজনীতিতে হাতে খড়ি ২০১১ সালে মাত্র ২৩ বছর, অন্না হাজারের আদর্শে অনুপ্রাণিত হয়ে। আম আদমি পার্টির সঙ্গে আছেন দলের জন্মলগ্ন থেকেই। ২০১৫ সালে দিল্লিতে আপ ক্ষমতায় আসার পর মাত্র ২৬ বছর বয়সে রাঘব দলের জাতীয় কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। ৩৪ বছরের রাঘব এই মুহূর্তে রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ।
সাংবাদিকরা প্রশ্ন করলে রাঘব বলছেন, পরিনীতি নয়, তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হোক, কিন্তু বি টাউনের কান পাতলেই শোনা যাচ্ছে হালে তাঁর যতটা আগ্রহ রাজনীতিতে, ততটাই পরিনীতিতেও।