পছন্দের পাত্রের সঙ্গেই চার হাত এক হতে চলেছে বলি ডিভা সোনাক্ষী সিনহার | জহির ইকবালের বাড়িতেই রেজিস্ট্রি করবেন জুটিতে | এদিকে প্রথম থেকেই শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়েতে উপস্থিত থাকা নিয়ে নানারকমের জল্পনা চলছিল | কিন্তু, বর্ষীয়ান অভিনেতা নিশ্চিত করেছেন সোনার বিয়েতে তিনি থাকছেন স্বমহিমায় | মেয়েকে নিয়ে তিনি বেজায় গর্বিত বলেও জানিয়েছিলেন শত্রুঘ্ন | ইতিমধ্যেই সেজে উঠেছে সোনার বাড়ি ‘রামায়ণ’ও |
এদিকে বিয়ের আগের দিন প্রকাশ্যে এল সোনাক্ষী জাহিরের মেহেন্দি অনুষ্ঠানের ছবি | দম্পতির মেহেন্দি অনুষ্ঠানের একটি অভ্যন্তরীণ ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান |
Sabyasachi Chowdhury: ফের পর্দায় মা কালী, রামপ্রসাদ জুটি, আসছে সব্যসাচী পায়েলের নতুন ওয়েব
মেহেন্দি অনুষ্ঠানের ছবিতে কাছের মানুষদের সঙ্গে পোজ দিতে দেখা যায় মোদীকে | সাদার উপর লাল প্রিন্টেট শর্ট কুর্তা এবং সাদা ঢলা প্যান্টে সেজেছিলেন সোনাক্ষীর হবু বর। নায়িকার পরনে পা সোনালি জরির কাজ করা মেরুণ ঘেঁসা লাল পোশাক।