এখন যাদবপুর উত্তপ্ত ছাত্রমৃত্যুকে ঘিরে। সালটা ২০১৪, সেবারেও ফের একবার ‘হোক কলরব’কে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে প্রাক্তনীরা পথে নেমেছিল । একটি গান থেকে ‘বিপ্লব’এর এই শব্দ বেছেছিল তাঁরা। ‘হোক কলরব দিন গুলো সব লাল না হয়ে, নীল হল ক্যান’, গানটির স্রষ্টা রাজীব আশরাফ (Rajib Ashraf), বাংলাদেশের জনপ্রিয় গীতিকার। মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত তিনি।
Jadavpur University: সোমবার যাদবপুরে আসছে UGC-র বিশেষ দল, কথা বলবেন ছাত্রছাত্রীদের সঙ্গেও
‘হোক কলরব’ ছাড়াও ‘ধূসর মেঘ’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, এই সব গান অর্ণবের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল, কিন্তু তাঁর প্রতিটা শব্দ বুনেছিলেন আশরাফ। ছোটবেলা থেকেই রাজীবের শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত বৃহস্পতিবার তা তীব্র আকার নেয়। দুইটি হাসপাতাল ঘুরেও শিল্পীকে ভর্তি করানো যায়নি। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তাঁর।