রাজনীতি ছাড়া সবই অচল। এবার হইচই-তেও ঢুকে পড়ল সেই রাজনীতি। মানে, গদি দখলের লড়াই নিয়ে ওয়েব সিরিজ। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় 'রাজনীতি' ২৬ মে মাঝরাত থেকে স্ট্রিম করা শুরু করেছে হইচইতে।
ওয়েবসিরিজটির ট্রেলার দেখে ভুয়সী- প্রশংসা করেছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
WB JEE 2023 Result: রাজ্য জয়েন্টের প্রথম তিনে সাহিল আখতার, সোহম দাস, সারা মুখোপাধ্যায়
রিজপুরেররক্তাক্ত ইতিহাসের গল্প বলবে 'রাজনীতি'। রিজপুরের মুকুটহীন রাজা রথীন ব্যানার্জির ভূমিকায় অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রথীনচান তার এই একচ্ছত্র সাম্রাজ্যের অধিকারিনী হোক তাঁর একমাত্র কন্যা রাশি। রাশির ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। রাশি কি পারবে ক্ষমতাকে নিজের মুঠোয় ধরে রাখতে? তারই গল্প বলবে, রাজনীতি।