পর্দায় দেখা যায় না তাঁকে, অথচ ইন্সটাগ্রামে দুর্দান্ত সক্রিয়। অভিনেত্রী হিয়া দে (Hiya Dey) ওরফে পটলকুমার গানওয়ালা জানিয়েছিলেন পড়াশোনা নিয়ে ব্যস্ত সে। মন থেকে ভাল লাগলে তবেই কোনও চরিত্রে অভিনয় করবে। মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করেন। তাঁকে নিয়ে দেদার ট্রোলিং-ও হয় প্রায়শই। তবে এবার হিয়ার পোস্ট করা ছবি দেখে, তাঁর অনুরাগীদের কপালে চিন্তার দাগ। হাসপাতলের বেডে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। প্রশ্ন একটাই, কী হয়েছে পটলের ?
Jawan advance booking: ২ ঘণ্টার মধ্যে শেষ 'জওয়ান'-এর ৪১ হাজারের বেশি টিকিট, সর্বোচ্চটির দাম কত জানেন?
হিয়ার পরিবার সূত্রে খবর, ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়েছিল তাঁর। ফেলে না রেখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, অপারেশন হয়। তবে এখন ভাল আছে পটল কুমার গানওয়ালা।