'বিনোদিনী: এক নটীর উপাখ্যান'-এর ( Binodini Ak Notir Upakhyan) শ্যুটিং শেষ । কিছুদিন আগেই পোস্ট করে জানিয়েছিলেন রুক্মিণী । সেইসঙ্গে জানিয়েছিলেন নিজের মনের কথা । সম্প্রতি, ব়্যাপ আপ পার্টির (Binodini Ak Notir Upakhyan Wrap up party) আয়োজন করা হয়েছিল । সেখানেই দেখা গেল চাঁদের হাট । কেক কেটে, হইহই করে উদযাপন করলেন তাঁরা । সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
ব়্যাপ আপ পার্টিতে উপস্থিত ছিলেন দেব । ছবির প্রযোজক তিনি । পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন দেব-রুক্মিণী । আবার কোনও ছবিতে ফ্রেমবন্দী হয়েছেন ছবির প্রযোজক, নায়িকা ও পরিচালক রামকমল মুখোপাধ্যায় । এছাড়াও এদিন পার্টিতে ছিলেন, দেবের পরিচালক বন্ধু কমলেশ্বর মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে ।
আরও পড়ুন, Nim Phuler Madhu: যৌথ পরিবারে ভাঙন, দত্ত বাড়ির উঠোনে বসল বেড়া, পর্ণা কি পারবে বাড়িভাগ আটকাতে?
১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের 'বিনোদিনী: এক নটীর উপাখ্যান-এর শ্যুটিং । মাঝে রুক্মিণী মৈত্র সহ ছবির বেশকিছু কলাকুশলী ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে পড়েন । ফলে শুটিং কিছুদিন বন্ধ রাখতে হয় । অবশেষে নির্বিঘ্নেই শ্যুটিং সম্পন্ন হয়েছে ।