গত কয়েক সপ্তাহ শুধু তাঁকে নিয়েই আলোচনা বাংলায়। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, প্রচুর সোনার গয়না। অর্পিতা বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারের আলোয় এসেছেন সম্প্রতি। অথচ টেলিজগতে আগে থেকেই রয়েছেন অর্পিতার এক লুক আলাইক, সোনামণি সাহা (Sonamoni Saha)।
পৃথিবীতে একই রকমের দেখতে মানুষের অভাব নেই। তবে একই পেশার সঙ্গে যুক্ত দুজনের চেহারার সাদৃশ্য অবাক করা ঘটনাই বটে। সোনামণি সাহা কিন্তু টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ। টেলিদুনিয়ায় জিনপ্রিয়তা পেয়েছেন মোহরের চরিত্রে অভিনয় করে। মৈনাক ভৌমিকের পরের ছবি বেহায়া-তে প্রতীক সেনের সঙ্গেই জুটি বেঁধেছেন সোনামণি।