এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ঠিকই, তবে আর কারও জানিতে বাকি নেই যে, চলতি মাসের ২৩ তারিখেই সিনহা পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই। পাত্র জহির ইকবাল। বলি অন্দরে কান পাতলেই শোনা যায়, সোনাক্ষী এবং ইকবাল ডেট করছেন বেশ কিছুদিন হল। তবে, মুখে কোনওদিনই সেকথা স্বীকার করেননি। জানা গিয়েছে, ২৩ তারিখ বিয়ের আগে ১৯ তারিখ হবে তাঁদের সঙ্গীত অনুষ্ঠান।
মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসবে এলাহি বিয়ের আসর। ডিজাইনার আবু জানিরের ডিজাইন করা সারারা পোশাকে সাজবেন নববধূ, আর মালহোত্রা ব্র্যান্ডের গলাবন্ধ কুর্তায় সাজবেন ইকবাল। বিয়েতে নাকি নিমন্ত্রিত থাকবেন গোটা হীরামান্ডির গোটা ক্রিউ। উপস্থিত থাকার কথা ভাইজান সলমনেরও।