বজরঙ্গি ভাইজান-এর মুন্নি-কে মনে আছে ? মূক ও বধির চরিত্রে অভিনয় করে যে ছোট্ট মেয়েটা রাতারাতি সাড়া ফেলে দিয়েছিল বলিউডে, সেই মুন্নি ওরফে হর্ষালি মলহোত্রা কিন্তু এখন ১৭-র যুবতী । যদিও, সিনেমার লাইমলাইট থেকে হর্ষালি অনেক দূরে । তবে, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ । চলতি বছর সিবিএসই-র ১০ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন । কেমন হল তাঁর রেজাল্ট ?
হর্ষালি জানিয়েছেন, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছেন । তিনি জানিয়েছেন, অভিনয়ে নয়, পড়াশোনাতেই কেরিয়ার গড়তে চান । নাচেও বেশ পারদর্শী হর্ষালি । প্রায়ই তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়ে যায় । কিন্তু, নাচের ভিডিও-র জন্য কম কটাক্ষেরও শিকার হননি । নেটিজেনরা তাঁর পড়াশোনা নিয়েও প্রশ্ন তুলেছেন । একটি ভিডিওতে বোর্ডের পরীক্ষার রেজাল্ট জানিয়ে সেই নিন্দুকদেরও কড়া জবাব দিয়েছেন হর্ষালি ।
ভিডিও পোস্ট করে হর্ষালি লিখেছেন, 'নাচের মুদ্রা ঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা, সবই করেছি । আমি কত্থক ক্লাস, শুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি ।'উল্লেখ্য, বজরঙ্গি ভাইজান-এর পর আরও কোনও সিনেমায় দেখা যায়নি হর্ষালিকে । আপাতত পড়াশোনাতেই মন দিয়েছেন শিশুশিল্পী ।