বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ ওরফে ড্যানিয়েল র্যাডক্লিফ। প্রেমিকার সঙ্গে ১০ বছর লিভইন সম্পর্কে থাকার পর, অবশেষে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ড্যানিয়েল এবং এরিন ডার্ক। ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ড্যানিয়েল এবং ডার্ক। তারপর সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না পর্দার হ্যারি। তবে একবাক্যে তিনি স্বীকার করে নিয়েছিলেন সত্যি সত্যিই এরিনের সঙ্গে ভাল আছেন তিনি।
Parambrata-Swastika: রাজনৈতিক থ্রিলারের হাত ধরে বহু বছর পর পর্দায় একসঙ্গে পরমব্রত-স্বস্তিকা
৩৩ বছর বয়সে প্রথম বার বাবা হতে চলেছেন ড্যানিয়েল, তাঁর প্রেমিকা এরিনের বয়স ৩৮ বছর। অন্তঃসত্ত্বা এরিনের পাশে হাঁটছেন ড্যানিয়েল। কালো কো অর্ড সেট আর চেক চেক ওভারকোটে দেখা গিয়েছিল এরিনকে। সেখানে স্পষ্ট তাঁর বেবিবাম্প। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।