সৌরভের গায়ে হলুদের ছবি এতক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । অপেক্ষা ছিল শুধু কনের । তিনিও এলেন একেবারে হলুদ পরী হয়ে । হলুদ রঙের বেনারসী, স্লিভলেস হলুদ ব্লাউজ... খোলা চুল, আর হালকা মেক-আপ...দর্শনার দিক থেকে যেন চোখ ফেরাতে পারবেন না ।
দর্শনার গায়ে হলুদের লুক একেবারেই ছিমছাম । মেক-আপ খুব সামান্য । বেশি গয়নাও পরেননি । নতুন কনের হাত ভরা শাখা-পলা, বালা, কানে ভারী দুল, টিকলি,...ব্যস, ছিমছাম, অথচ রয়েছে এক আভিজাত্যের ছোঁয়া ।
অন্যদিকে, গায়ে হলুদে সাদা ধূতি-পঞ্জাবিতে দেখা গেল সৌরভকে । বরণডালা ছোঁয়ানো, শ্রীবরণের পর গায়ে হলুদ হয় মন্টু পাইলটের । এবার শুধু সেই গোধূলি লগ্নের অপেক্ষায় বর-বউ । এডিটরজি বাংলার তরফে সৌরভ-দর্শনাকে বিয়ের আগাম শুভেচ্ছা ।