লরির ধাক্কায় মৃত্যু ‘গৌরী এলো’র অভিনেত্রীর। এদিন শ্যুটিং সেরে রেন্ট বাইকে বাড়ি ফেরার পথে বরাহনগর এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃতার নাম সুচন্দ্রা দাশগুপ্ত। ‘গৌরী এলো’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি বাইক থেকে পড়ে যান অভিনেত্রী, পিছন থেকে একটি লরি এসে পিষে দিয়ে যায় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
Anuradha Paudwal : কী খারাপ গান গায় অরিজিৎ সিং, অনুরাধার মন্তব্য ভাইরাল
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের সামনে একটি বাইক চলে আসায় হঠাৎ ব্রেক কষে চালক। সুচন্দ্রা পড়ে যান। ওই সময় একটি ১০ চাকার লরি এসে পিষে দিয়ে যায় অভিনেত্রীকে। গুঁড়িয়ে যায় হেলমেট। কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ওই রাস্তার যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।