তিনি মহানায়ক উত্তম কুমারের নাতি, এ বাদেও অভিনয়ের গুণে টলিউডে নিজের জায়গা পাকা করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। তিনি বেজায় ফিটনেস ফ্রিক। তবে খেতে এবং রাঁধতে দুই-ই ভালবাসেন তিনি। রবিবার মানেই প্রতিটা বাঙালি পরিবারে ভাল-মন্দ খাওয়ার চল রয়েছে। এবার ছুটির দিনে চিংড়ি রাঁধতে খুন্তি ধরলেন গৌরব৷
নিজের ইন্সটা স্টোরিতে রান্নার বিভিন্ন ধাপের ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখছেন, 'রান্না করার সময় পেলাম'। শেষ ক্যাপশনে সুস্বাদু চিংড়ির রেসিপির ছবি শেয়ার করে গৌরব বড়াই করে বলেছেন, ' খেতে ভালোই হয়েছে।'