প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখবেন বলে জনসভায় গিয়েছিলেন এক তরুণী। কিন্তু প্রবল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঠিক করে প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছিলেন না তিনি। অগত্যা তিনি উঠে পড়লেন একটি বিদ্যুতের পোলে! মঞ্চে তখন বক্তৃতা করছে প্রধানমন্ত্রী।
মঞ্চ থেকে তরুণীর কাণ্ড নজরে আসে মোদীর। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে তাকে নেমে আসতে বলেন তিনি।
Babar Azam: বিশ্বকাপে ভরাডুবির দায় নিয়ে দায়িত্ব ছাড়বেন? মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
অভিভাবকের সুরে ওই তরুণীকে প্রধানমন্ত্রী বুঝিয়ে বলেন, বিদ্যুতের পোলে উঠে বসলে দুর্ঘটনা হতে পারে। চোট লাগতে পারে। শর্ট সার্কিট হতে পারে। মোদীকে বলতে শোনা যায়, তিনি ওই তরুণীর সঙ্গে আছেন৷ তাঁর সব কথা শুনবেন৷ কিন্তু আগে তাঁকে নেমে আসতে হবে। মোদীর কথা শুনে আস্তে আস্তে বিদ্যুতের পোল থেকে নেমে আসেন ওই তরুণী।
বিধানসভা নির্বাচনের প্রচারে তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে তাঁর সভার আয়োজন করেছিল মাদিগা রিজার্ভেশন পোরাতা সমিতি। মাদিগা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবি করে এই সংস্থা। জনসভা থেকে তেলেঙ্গানায় মাদিগাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা থেকে করেছেন মোদী।