কালই জন্মেছে, একদিনের মধ্যে একরত্তির নাম রাখা সারা। গৌরব-ঋদ্ধিমার সন্তানের নাম 'ধীর'। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন সদ্য বাবা-মা হওয়া টলিপাড়ার জনপ্রিয় জুটি।
শনিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা । হাসপাতাল সূত্রে খবর, মা ও ছেলে দু'জনেই সুস্থ আছেন ।
Gourav-Riddhima : দাদু হলেন 'ফেলুদা', গৌরব-ঋদ্ধিমার পরিবারে নতুন সদস্য, ছেলে হল না মেয়ে ?
পয়লা বৈশাখে ভক্তদের ভাল খবরটা জানিয়েছিলেন গৌরব ঋদ্ধিমা। ঘটা করে দিন দশেক আগে সাধও খান ঋদ্ধিমা। দীর্ঘ বেশ কয়েক বছররের প্রেম পর্বের পর ২০১৭ সালে বিয়ে করেন গৌরব-ঋদ্ধিমা।