টলিউডে পর পর বিয়ের খবর। ডিসেম্বরেই সাতপাক ঘুরবেন সন্দীপ্তা সেন (Sandipta Sen), পুজো মিটলেই আরেক নায়িকাও বসবেন বিয়ের পিঁড়িতে। তিনি অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। কানাঘুঁষো শোনা যাচ্ছে, আর বেশি দেরি নেই নভেম্বরেই শুভ কাজ সেরে ফেলবেন ‘গাঁটছড়া’র রুক্মিণী। অনলাইন অ্যাপের মাধ্যমে আলাপ। তবে বিয়ে নিয়ে খুব বেশি মুখ খুলছেন না অভিনেত্রী।
'Aarya' Season 3 trailer: শেষ অধ্যায়ের গল্প নিয়ে সুস্মিতা, সন্তানদের জন্য অসম্ভব সাধন করা এক মায়ের
শ্রীপর্ণার হবু স্বামী কিন্তু অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন , সম্পূর্ণ অন্য পেশার মানুষ তিনি। ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি যুক্ত। বিয়ের পর চন্দননগরে সংসার পাতবেন শ্রীপর্ণা। শ্যুটিং এর ফাঁকে ফাঁকেই সারছেন বিয়ের কাজ। বিয়েতে তিনি পরবেন লাল বেনারসি, এবং মেন্যুতে থাকবে বিরিয়ানি, চিংড়ি , ভেটকি। এদিকে, শোনা যাচ্ছে শ্রীপর্ণার গাঁটছড়া বাঁধার আগেই শেষ হয়ে যাবে গাঁটছড়া ধারাবাহিক।