স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’ অতিক্রম করল ৫০০ পর্ব। সেটে চলল তার উদযাপন। কিন্তু এই উদযাপনে ছিলেন না খড়ি। দিন কয়েক আগেই ধারাবাহিক ছেড়েছেন শোলাঙ্কি রায়। সদ্য নতুন ফ্ল্যাটে শিফট করেছেন, তাই আপাতত নতুন ঘর গোছাচ্ছেন, পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন। টানা ধারাবাহিকে কাজ করে ক্লান্ত ছোটপর্দার খড়ি।
Roosha Chatterjee: 'ভালবাসি', নিউ ইয়র্কের নদীতীরে স্বামীর চোখে চোখ রেখে অকপট স্বীকারোক্তি রুশার
সকলের প্রিয় খড়িকে ছাড়াই চলল উদযাপন। কাটা হল কেক, তোলা হল ছবি। উদযাপনের ছবি শেয়ার করে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন, ‘অনেকে এই ফ্রেমে আছে আবার অনেকে নেই । যেটা আছে সেটা হলো একগাদা ভালোবাসা আর প্রায় আশিটা লোকের টিমওয়ার্ক । ৫০০ টা এপিসোড এই বাজারে চাট্টিখানি কথা নয় বস । এভাবেই এগিয়ে চলুক আমাদের গাঁটছড়া ।’ আসলে TRP-ই ঠিক করে দেয় ধারাবাহিকের ভবিষ্যৎ। ইদানিং মাত্র ২-৩ মাসেও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার নজির মিলছে। গাঁটছড়ার ভবিষ্যৎ , সেই দিকেই তাকিয়ে দর্শকরাও।