সারা দেশজুড়েই উদযাপিত হচ্ছে গণেশ চতুর্থী। আর মুম্বইতে তো মহা আড়ম্বরে, প্রায় দশদিন ধরে। সেই উদযাপনে শামিল বলিউডের অনেকেই। তারকা থেকে তাঁদের তারকাদের পরিবারের সদস্যরাও উদযাপনে মেতেছেন।
গণেশ চতুর্থীর সকালে লালবাগের গণপতি মন্দিরে পৌঁছলেন অভিনেতা কার্তিক আরিয়ান। কুর্তা পাজামায় আরিয়ানকে বেশ লাগছিল। গণপতি বাপ্পার আশির্বাদ নিয়ে ফেরার সময় ভক্তরা ঘিরে ধরেন ভুল্ভুলাইয়া ২ খ্যাত অভিনেতাকে।
Ganesh Chaturthi: গণপতি বাপ্পার ভোগে থাকে ক্ষীরের পায়েস, শিখে নিন সহজ রেসিপি
মুম্বইয়ের রাস্তায় সংগীত শিল্পী সুনিধি চৌহনকে দেখা গেল গণেশের মূর্তি কিনতে। সঙ্গে একরত্তি ছেলে। মূর্তি কিনে গাড়িতে ওঠার সময় ছেলে আবার বায়না জুড়ল গণিপতি বাপ্পাকে সেই-ই কোলে নিয়ে ফিরবে।
মুম্বইয়ের রাস্তায় দেখা গেল অভিনেত্রী শার্লিন চোপড়াকেও, তিনিও গণপতির মূর্তি নিয়ে বাড়ি ফিরছিলেন।