ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (IIFA) ২০২৩, ২৭ মে অনুষ্ঠিত হয়েছে আবু ধাবিতে। IIFA-এর মঞ্চে 'ব্রহ্মাস্ত্র' এবং 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ইভেন্টে শীর্ষ সম্মান জিতেছে। গানুবাঈয়ের এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন আলিয়া ভাট। ‘বিক্রম ভেদা’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান জিতেছেন হৃত্বিক রোশন। সেরা চলচ্চিত্র ,’দৃশ্যম ২’ ।
K.L Rahul: মুম্বইয়ের স্ট্রিপ বারে কেএল রাহুল, সাফাই দিলেন স্ত্রী আথিয়া
সঞ্জয় লীলা বনসালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য এবং সংলাপ সহ প্রযুক্তিগত বিভাগে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান, ‘কালা’ এবং শান্তনু মহেশ্বরী ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা ডেবিউ (পুরুষ) এর পুরস্কার জিতেছেন। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (মহিলা), ব্রহ্মাস্ত্রের জন্য মৌনি রায়।