Independence Day Movie : শ্রদ্ধা কাপুরের সঙ্গে টক্কর শুভশ্রীর, ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা ?

Updated : Aug 14, 2024 18:46
|
Editorji News Desk

চলতি বছর দেশজুড়ে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন । স্বাধীনতার আরও একবছর পূর্তি ।  বহু বিপ্লবীর আত্মবলিদানের ৭৭ বছর । দেশের বিভিন্ন প্রান্তে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান-কর্মসূচি ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় । স্বাধীনতা দিবস মানে স্কুল, অফিস, কাজ থেকেও স্বাধীনতা । ছুটি উপলক্ষে অনেকেই ঘুরতে যান । আবার স্বাধীনতা দিবস মানেই  প্রত্যেক বছর একগুচ্ছ ছবির মুক্তি । এবারও হিন্দি ও বাংলা মিলিয়ে মুক্তি পাবে একাধিক সিনেমা । টলিপাড়ার শুভশ্রীর সঙ্গে টক্কর হবে বলিউডের শ্রদ্ধা কাপুর, তমান্না ভাটিয়ার । ১৫ অগাস্ট কোন কোন ছবি মুক্তি পাবে, দেখে নিন 

হিন্দি সিনেমা 

স্ত্রী টু

২০১৮ সালে চান্দেরির ত্রাস ছিল 'স্ত্রী' । ২০২৪ সালে সেই গ্রাম এবার সারকাটা-র কবলে । রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু মুক্তি পাচ্ছে ১৫ অগাস্ট । সিনেমার ট্রেলার দেখার পর থেকেই স্ত্রী টু-কে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে । ৬ বছর আগে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল স্ত্রী । এবার সরকাটার গল্প কতটা মানুষের মন জয় করবে, তা সময়ই বলবে । অ্যাডভান্স বুকিং কিন্তু বেশ ভাল । ছবি মুক্তির আগেই ৮ কোটির বেশি আয় করে ফেলেছে 'স্ত্রী টু' । 

খেল খেল মেঁ

১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে অক্ষয়ের সিনেমা খেল খেল মেঁ । সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর, তাপসী পান্নু, অ্যামি ভির্ক, ফারদিন খানকে । কমেডি ঘরানার ছবি । সিনেমার ট্রেলার দর্শক মনে আগ্রহ তৈরি করেছে । একের পর এক ফ্লপ সিনেমার পর অক্ষয়ের কামব্যাক হচ্ছে কমেডি ছবিতে । ২০০৭ সালে 'হে বেবি'-র পর ফের এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে ফরদিন খানকে । দীর্ঘদিন পর দু'জনের কমেডি দেখতে অপেক্ষায় দর্শকরা । অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে রাজকুমারের থেকে কিছুটা পিছিয়ে অক্ষয় ।

'ভেদা' 

রাজকুমার, অক্ষয়কে টক্কর দিতে তৈরি জন আব্রাহামও । ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে ভেদা সিনেমা । জন আব্রাহাম ছাড়াও সিনেমায় দেখা যাবে শর্বরী ওয়াঘ, তমান্না ভাটিয়া-কে । সোশ্যাল মিডিয়ায় স্ত্রী টু, খেল খেল মেঁ-র পাশাপাশি 'ভেদা'-ও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । 

বাংলা সিনেমা 

বাবলি

১৫ অগাস্ট শ্রদ্ধা কাপুর, তমান্না ভাটিয়া, অক্ষয় কুমারদের টক্কর দিতে তৈরি আবির ও শুভশ্রীও । বুদ্ধদেব গুহ-র উপন্যাস বাবলি-কে বড়পর্দায় আনছেন পরিচালক রাজ চক্রবর্তী । সিনেমার ট্রেলার, গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । এই প্রথমবার সিনেমায় জুটি বাঁধলেন আবির-শুভশ্রী । দু'জনের কেমিস্ট্রি দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরা । আবির, শুভশ্রী ছাড়াও সিনেমায় দেখা যাবে সৌরসেনী মৈত্রকে ।

পদাতিক

মৃণাল সেনের ৯৯ তম জন্মদিবসে ছবির ঘোষণা হয়েছিল । ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা । ১৫ অগাস্ট সেই অপেক্ষা ফুরাচ্ছে । সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত ছবি ‘পদাতিক’ মুক্তির পাচ্ছে স্বাধীনতা দিবসের দিন । মৃণাল বেশে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে । মৃণালের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করছেন মনামি । ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন ।

পরিণীতা

১৫ অগাস্ট ওটিটি-তে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ পরিণীতা । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে নিয়ে  আগে তিনটি সিনেমা হয়েছে । সেই তালিকায় রয়েছে ১৯৬৯ সালে মুক্তি পায় অজয় করের ছবি, ১৯৫৩ সালে বিমল কর, ও ২০০৫ সালে বিদ্যা বালানের পরিণীতাও মুক্তি পেয়েছে । এবার সিরিজ রূপে পরিণীতা দেখবেন দর্শকরা । শেখরের চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় । ললিতা হিসেবে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়-কে ।

Independence Day

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ