Tollywood Holi : অনুপম-প্রশ্মিতার প্রথম হোলি, রং মাখেন না ইশা, স্বস্তিকারা ! দোলে কী প্ল্যান শ্রাবন্তীর ?

Updated : Mar 12, 2025 16:30
|
Editorji News Desk

বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে...

বসন্তই তো । একটা মিঠে দক্ষিণের হাওয়া মন রঙিন করে তুলছে । আকাশে-বাতাসে আবিরের গন্ধ । বসন্ত উৎসবের আগেই রং খেলা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়  । এবার দোলে অভিনেতাদের কী প্ল্যান, কে কীভাবে রঙিন হয়ে উঠবেন চলুন জেনে নিই । 

শ্রাবন্তী জানালেন, বসন্তকালটা ভীষণ ভাল লাগে, বিশেষ করে বসন্তের এই হাওয়া, কোকিলেন ডাক, বসন্তের একটা গন্ধ মন ফুরফুরে করে দেয় । একটা আবির আবির গন্ধ থাকে । ছোটবেলায় দোলে অনেক স্মৃতি আছে নায়িকার । একান্নবর্তী পরিবারেই বড় হয়েছেন শ্রাবন্তী । তাই দোলে ভাই-বোন সকলে মিলে একসঙ্গে রং খেলতেন । আর সব বোনদের নাকি পাহারা দিতে গিয়ে হোলি খেলাই হতো না তাঁর দাদার । দোলের আগের দিন বাগানবাড়িতে বুড়ি পোড়া হত, খুব মজা করেই দোল কাটাতেন প্রত্যেকবার ।

দোলে রং খেলতেই পছন্দ করেন কৌশানি । এবারও আবির খেলবেন, পার্টি করবেন, ডায়েট ভুলে জমিয়ে ভুড়িভোজেরও প্ল্যান রয়েছে কৌশানির । 

দোল খেলতে পছন্দ করেন না ইশা সাহা ও স্বস্তিকা দত্ত । ইশা জানালেন, রং বা আবিরের কারণে স্কিন ইনফেকশন বা ব্রণ হয় । তাই রং খেলেন না । বাড়িতেই থাকবেন । অন্যদিকে, স্বস্তিকা ছোট থেকেই রং খেলতে পছন্দ করেন না । শুধুমাত্র জগন্নাথ দেবের পায়ে ও মা-বাবার পায়ে আবির দিয়ে রঙের উৎসব পালন করেন । 

বিয়ের পর এটাই প্রথম দোল অনুপম-প্রশ্মিতার । তাঁদের দোলও গানে গানেই কাটবে । সম্প্রতি, অনুপমের সুরে ও প্রশ্মিতার কণ্ঠে আমার বস-এর প্রথম গান মুক্তি পেয়েছে । তারকা জুটি চাইছেন, এই গানটা নিয়েই মানুষ এবারের দোল যেন উদযাপন করেন । 

একই চাওয়া আমার বস-এর পরিচালক নন্দিতা রায়ের । তিনি চাইছেন, গানটা যেন বসন্ত উৎসবে সব জায়গায় বাজানো হয় । 

অন্যদিকে, শ্রুতি জানাচ্ছেন, তিনি কখনও প্ল্যান করেন না । কারণ প্ল্যান করলেই ভেস্তে যায় । রঙের উৎসবে শ্রুতির পছন্দের কালার কিন্তু লাল । তবে, শ্রুতি কি কখনও ভাং খেয়েছেন ? অভিনেত্রী জানালেন, ভাং খাওয়ার খুবই ইচ্ছে তাঁর । ভবিষ্যতে খেতেও চান, তবে নিজেকে সুস্থ রেখে । 

গাঁটছড়া অভিনেত্রী অঙ্কুশ্রী মাইতি জানালেন, তিনি খুব রঙিন মানুষ, মন তাঁর রঙিন, একেবারেই সাদা-কালো নয় । হোলিতে রঙেই কাটাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী ।

অভিনেত্রী ঐশ্বর্য সেন জানালেন, দোলে আগে খুব বাদুড়ে রং খেলতেন, তবে, এখন আবির খেলেন । এটাই যা তফাৎ । আর অভিনেত্রীর কাছে দোলের খাওয়া-দাওয়া মানেই কিন্তু মটন আর ভাত । ডায়েট করতে খুব একটা পছন্দ করেন না । আর দোলে ঠান্ডাই খেতে ভালবাসেন ।

Holi

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ