Saif Ali Khan-Salman Khan: সইফ থেকে সলমন, একের পর এক হামলা বলি সেলেবদের উপর, নেপথ্যে কী কারণ?

Updated : Jan 16, 2025 19:19
|
Editorji News Desk

বলিউড অভিনেতাদের উপর হামলা-হুমকির ঘটনা যেন জলভাত হয়ে গিয়েছে। একের পর এক হাড়হিম ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে তারকাদের নিরাপত্তা নিয়ে। মুম্বইয়ের সাগরপাড়ের বান্দ্রা মূলত জনপ্রিয় তারাদের বসবাসের এলাকা হিসেবে। জুলাই থেকে জানুয়ারি মাত্র ৬ মাসের ব্যবধানে বলিউডের দুই প্রথম সারির তারকার উপর সরাসরি আঘাতের ঘটনা ঘটেছে, যা ঘিরে আতঙ্ক গ্রাস করেছে গোটা মায়ানগরী জুড়েই। সলমন, সইফ ছাড়াও ওই এলাকায় থাকেন শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, রেখা, জিনাত আমান, অনন্যা পাণ্ডে, ফারহান আখতার এবং সায়রা বানুর মতো তারকারা।


বৃহস্পতিবার ভোর রাতে বান্দ্রায় নবাবের বাড়িতেই ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সইফ আলি খান। জুলাই মাসে ওই একই এলাকায় অবস্থিত ভাইজান সলমন খানের বাড়ি লক্ষ করে গুলি ছোঁড়া হয়। শুধু তাই নয়, প্রাক্তন মহারাষ্ট্র মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয় বান্দ্রায় তার ছেলের অফিসের বাইরে। তিনিও ছিলেন সলমন খানের ঘনিষ্ঠ। 


সইফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই মুহূর্তে সরগরম বলিউড। নবাবের উপর হামলার প্রসঙ্গে, শিব সেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে। মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন শহরে লাগাতার "হাই-প্রোফাইল হত্যাচেষ্টা”র বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সরকার? 


বৃহস্পতিবার ভোর রাত তখন। সময় রাত ৩.৩০, নবাবের উপর হামলার ঘটনা ঘটে। অথচ সেসময়ে সিসিটিভি ফুটেজে বাড়ির অন্দরে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। যা থেকে পুলিশ সন্দেহ করছে এটি একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র হতে পারে।


নাটকীয় সেই রাতের ঘটনার বর্ণনা শুনলে শিউরে উঠতে পারেন। নবাবের বাড়িতে তখন সকলেই নিদ্রারত। ততক্ষণে নবাবের বাড়িতে ঢুকে পড়েছে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। আলমারি খুলে চুরি করছিল চোর , শব্দে ঘুম ভেঙে যায় সইফের বাড়ির পরিচারিকাদের। চিৎকার করে ওঠেন তাঁরা। আর তাতেই বেরিয়ে আসেন সইফ। আর তখনই সইফকে ছুরি দিয়ে ৬ বার কোপ বসিয়ে চম্পট দেয় চোর।গুরুতর আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুটি গুরুতর আঘাত শিরদাঁড়ার পাশে একটি আঘাত রয়েছে। নিউরোসার্জন ডঃ নিতিন দাঙ্গে, কসমেটিক সার্জন ডঃ লীনা জৈন ও অ্যানেস্থেসিওলজিস্ট ডঃ নিশা গান্ধী অস্ত্রোপচার করছেন।  


সেসময় বাড়িতেই ছিলেন করিনা এবং তাঁদের দুই সন্তান জেহ এবং তৈমুর। যদিও, জানা গিয়েছে ঘটনায় সুস্থই রয়েছেন করিনা এবং তাঁর দুই সন্তান। জানা গিয়েছে করিনা সহ দুই সন্তানই সুস্থ রয়েছেন। পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে কোনওরকম ভুয়ো খবর না ছড়াতে। 


ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সইফের পরিবারের পরিচারিকাদের। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনিই দুষ্কৃতীকে দেখে চিৎকার করেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি জানান, "সাইফ ঘরে ছিলেন, চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে আক্রমণকারীর সঙ্গে হাতাহাতি করেন।” ওই পরিচারিকা নিজেও জখম হয়েছেন বলে জানান। 


এই ঘটনায় স্তব্ধ বলিউড। এই একই চিন্তা প্রতিনিয়ত গ্রাস করছে ভাইজান সলমন খানকেও। রোজই নিত্য নতুন হুমকি আসছে তাঁর কাছে। কখনও দু কোটি, কখনও পাঁচ কোটি চেয়ে হুমকির ফোন আসছে। ক্ষমাও চাইতে বলা হচ্ছে ভাইজানকে। সেই কবে রাজস্থানে শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। তার পর আইন, আদালত অনেক কিছুই হয়েছে। সামান্য কয়েকদিন কারাগারের ওপারে থাকতে হয়েছে ভাইজানকে। ওই মামলা থেকে রেহাইও পেয়েছিলেন। আদালত তাঁকে মুক্তি দিয়েছে। কিন্তু লরেন্সের নজর থেকে এখনই নিস্তার নেই। একের পর এক ঘটনায় রীতিমতো চাপ বাড়ছে মুম্বই পুলিশের উপরেও। 

Salman-Saif

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ