বরাবরই শান্ত, ধীর, স্থির ছিলেন । চলেও গেলেন যেন সেইভাবেই । কাউকে জানতেই দিলেন না তাঁর অসুস্থতার কথা, তাঁর যন্ত্রনার কথা । দীর্ঘ অসুস্থকা, লড়াইয়ের পর শনিবার মারণ রোগের কাছে হার মেনেছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার । অভিনেত্রীর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সতীর্থরা । ভেঙে পড়েছেন ঋতুপর্ণা, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে অঞ্জন দত্তরা ।
শ্রীলা মজুমদারকে নিজের দিদি বলে মানতেন ঋতুপর্ণা । এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানিয়েছেন, তাঁর যে কোনও সংকটে ঋতুপর্ণার পাশে থেকেছেন তাঁর দিদি । শ্রীলা মজুমদারের কথা, সবসময় তাঁকে শক্তি, সাহস জোগাত । ঋতুপর্ণা কথায়, 'সঙ্কটে দিদি সব সময় বলতেন, তুই এগিয়ে যা। থামবি না। এই কথাগুলো আমায় ভীষণ শক্তি জোগাত।' কিন্তু, এখন থেকে এই কথাগুলো যে তিনি আর শুনতে পাবেন না, ভাবতেই পারছেন না ঋতুপর্ণা ।
পালানে শেষবার একসঙ্গে কাজ করেছেন । 'শ্রীলাদি'-র মৃত্যু মানতে পারছেন না পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় । সবটাই তাঁর কাছে মনে হচ্ছে দুঃস্বপ্ন । আনন্দবাজারকে পরিচালক জানান, শ্রীলাদি যে অসুস্থ তা তাঁরা জানতেন না । তবে, শারীরিক যে কিছু সমস্যা ছিল, তা আন্দাজ করতেন কৌশিক গঙ্গোপাধ্যায় । কিন্তু কাউকে কিছু বুঝতে দেননি, জানতেও দেননি শ্রীলা মজুমদার । অসুস্থ শরীরেই একের পর এক শট দিয়েছেন ।
সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অঞ্জন দত্ত । তাঁর কথায়, ভারতীয় পর্দায় ঝড় তুলেছিল শ্রীলা । তিনি লেখেন, 'বেশ কিছু ছবিতে আমি সহ-অভিনেতা হিসেবে পেয়েছি শ্রীলাকে। আমার সৌভাগ্য, আমি ওর পরিচালক ও বন্ধু হওয়ার সুযোগও পেয়েছি। ওর মতো বন্ধুকে সব সময় মনে পড়বে।'