বিয়ের আগে সন্তানধারণ !সমাজের কাছে আজও নিষিদ্ধ । আসলে যুগ বদলালেও মানুষের মানসিকতায় যে কোনও বদল আসেনি । লিভ-ইন, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়া... এই বিষয়গুলো এখনও মেনে নেয়নি তথাকথিত উন্নত সমাজ । এই যেমন কয়েকদিন আগেই টলিপাড়ার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় মা হওয়ার খবর সামনে এনেছেন । বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী । তাই, খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা বইছে । শুধু রূপসা কেন, বলি ও টলিপাড়ার এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাঁরা বিয়ের আগে মা হয়েছেন । লোকলজ্জা, সমাজের নিয়ম করে তোয়াক্কা না করে বিয়ের আগে বা বিয়ে না করে মা হয়েছেন কারা, একনজরে দেখে নেওয়া যাক ।
বলিউড
নীনা গুপ্তা
আশির দশক । সমাজ তখন লিভ-ইন শব্দটার সঙ্গে পরিচিত নয় । তার উপর অবিবাহিত মেয়ের মা হওয়ার খবর একেবারেই গ্রহণযোগ্য ছিল না । কিন্তু, সেইসসময় সাহসী পদক্ষেপ করেছিলেন নীনা গুপ্তা । ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের প্রেমে পড়েছিলেন নীনা । সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের মধ্যে । অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা । তাঁকেও কটাক্ষের শিকার হতে হয় । কিন্তু, সেসবের ঊর্ধ্বে গিয়ে কন্যা সন্তানের জন্ম দেন নীনা । আজ তাঁর কন্যাও একজন মা । তবে, ভিভিয়ান ও নীনার কোনওদিন বিয়ে হয়নি ।
আলিয়া ভাট
বিয়ের আগেই অন্তসত্ত্বা হয়ে পড়েছিলেন আলিয়া ভাট । রণবীর-আলিয়া যখন সাত পাঁক ঘোরেন, তখন আলিয়া কিন্তু মম টু বি । বিয়ের কয়েক দিন পরেই সুখবর শেয়ার করেন তাঁরা । সমালোচনা হয় । কিন্তু, সময়ের সঙ্গে থিতিয়ে যায় সেই প্রসঙ্গ । বিয়ের সাত মাসের মধ্যে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ।
নেহা ধূপিয়া
২০১৮ সালের মে মাসে দিল্লির এক গুরুদ্বারে চুপিসাড়ে বিয়ে করেন নেহা-অঙ্গদ। নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন । অর্থাৎ বিয়ের আগেই যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নেহা । সেই নিয়ে চর্চাও কময় হয়নি ।
ইলিয়ানা ডিক্রুজ
বিয়ের আগে মা হয়েছেন ইলিয়ানা ডিক্রুজও । গত বছরই মা হয়েছেন অভিনেত্রী । সন্তানের পিতৃপরিচয় না দিয়েই মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন । পরে প্রেমিক মাইকেল ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দেন ।
এছাড়াও তালিকায় রয়েছেন নাতাশা স্টানকোভিচ, কঙ্কন শর্মা, দিয়া মির্জারা ।
টলিউড
কাঞ্চন-শ্রীময়ী
চলতি বছর মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন-শ্রীময়ী । তার আগে ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন । বিয়ের সাত-আট মাসের মাথায় সুখবর শুনিয়েছেন তারকা দম্পতি । কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা । রাজকন্যার নাম রেখেছেন কৃষভি । তারপর থেকেই শুরু হয়েছে ফিসফিসানিও। নিন্দুকেরা বলছেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীময়ী । কিন্তু, অভিনেত্রী জানিয়েছেন, দোল পূর্ণিমার দিনই জানতে পারেন তাঁর গর্ভে বেড়ে উঠছে আরও একটি প্রাণ । যদিও প্রকাশ্যে আনেননি অন্তঃসত্ত্বা হওয়ার খবর । তারকা জুটিকে কেন্দ্র করে ট্রোলের বন্যা বইছে ।
যশ-নুসরত
নুসরত যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছিলেন, সেইসময় নিন্দার ঝড় বয়েছিল টলিপাড়ায় । প্রেগন্যান্সি পিরিয়ডে কখনও প্রকাশ্যে আনেননি সন্তানের পিতৃ পরিচয় । পরবর্তীকালে জানা যায়, যশই তাঁর প্রেমিক । দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন । পরে জানা যায়, তাঁরা নাকি বিয়েও করেছেন ।
বিয়ের আগে মা হওয়া... মানুষের কাছে যেন গর্হিত অপরাধ । তবে, জানেন কি, ভারতেই এমন কিছু জায়গা রয়েছে, যেখানে বিয়ের আগে মা হওয়া একটা প্রথা বা রীতি । সাধারণত সব ধর্মেই বিয়ের আগে ও পরে বেশ কিছু প্রথা থাকে । কিন্তু, বিয়ের আগে সন্তানধারণের প্রথা কখনও শুনেছেন ? অবাক হচ্ছেন ? কোথায় গেলে পাবেন এমন শহর, চলুন জেনে নেওয়া যাক...
জানা গিয়েছে, রাজস্থানের এক সম্প্রদায়ের মধ্যে এমন অদ্ভুত প্রথা চালু রয়েছে । মরু রাজ্যের উদয়পুরের সিরোহি ও পালি এলাকায় গারাসিয়া উপজাতিদের বাস । বিয়ের আগে সন্তানধারণ তাঁদের কাছে শুভ । জীবনসঙ্গী নির্বাচনেও স্বাধীনতা রয়েছে তাঁদের । জানা গিয়েছে, বিয়ের আগে লিভ-ইন-এ থাকেন হবু বর-কনে । পারস্পরিক সম্মতিতে সহবাস করেন । সন্তান জন্মের পর একে অপরকে বিয়ে করেন তাঁরা ।