Vikrant Massey : বিক্রান্তের 'সবরমতী রিপোর্ট' দেখে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী, অভিনয় ছেড়েছেন আর কোন তারকা ?

Updated : Dec 03, 2024 16:59
|
Editorji News Desk

বিক্রান্ত মাসে । তাঁকে নিয়ে এখন চর্চা চলছে বলিপাড়ায় । কেরিয়ারের শীর্ষে থাকা এক অভিনেতা যখন ঘোষণা করেন, তিনি রূপোলি পর্দাকে চিরতরে বিদায় জানাচ্ছেন, তখন খবরটা সকলের কাছেই একটু আশ্চর্যের, সেইসঙ্গে অপ্রত্যাশিত । অবসরের কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান তিনি । এদিকে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবরমতী রিপোর্ট দেখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিক্রান্ত । অবসরের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও উত্তর দেননি । এদিকে, বিক্রান্তের সিদ্ধান্তকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে । অনেকে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, অনেকে আবার সমালোচনাও করেন । তবে, বিক্রান্ত মেসি শুধু নয়, এর আগেও বহু অভিনেতা-অভিনেত্রী বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন । 

আয়েষা টাকিয়া

ওয়ান্টেড, পাঠশালা, সালাম-এ-ইশক-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন আয়েশা টাকিয়া । ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত বলিউকে উপহার দিয়েছেন প্রায় ২১টি সিনেমা । তালিকায় হিটের সংখ্যাও প্রচুর । দুইবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার । কিন্তু, ২০১২-এর পর তাঁকে আর কোনও দিন সিলভার স্ক্রিনে দেখা যায়নি । বিক্রান্তের মতো ঘোষণা করে অবসর নেননি । হঠাৎ সিনেজগৎ থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী । জানা গিয়েছে, হসপিটালিটিতে তাঁর একটা প্যাশন ছিল, সেকারণেই অভিনয় থেকে দূরে সরে যান আয়েষা ।

আসিন থট্টুমকাল

আমির খান, সলমন খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন আসিন । মূলত, দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা ছিলেন আসিন । বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয় আমির খানের বিপরীতে গজনি সিনেমায় । গজনি-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন আসিন । কিন্তু, ২০১৫ সালে আসিন ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন । ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন অভিনেত্রী । নতুন সফর শুরু করেন আসিন ।

ইমরান খান়

বলিউডে যখন আত্মপ্রকাশ হয় ইমরান খানের, তখন তাঁর পরিচয় ছিল আমির খানের ভাগ্নে হিসেবে । 'জানে তু ইয়া জানে না'
সিনেমায় অভিনয়ের পর থেকে ইমরান খ্যাতি অর্জন করেন । কিন্তু, তারপর হাতে গোনাই সিনেমা করেছেন । যেমন, দিল্লি বেলি, মেরে ব্রাদার কি দুলহান ইত্যাদি । বহু বছর হয়ে গেল অভিনয় ছেড়েছেন ইমরান । ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল ।

সামিরা রেড্ডি

বলিউডে সামিরা-র যাত্রা শুরু হয়েছিল মেইনে দিল তুঝকো দিয়া সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে । তারপর আর থেমে থাকেননি । তাঁর ঝুলিতে যেমন রয়েছে হিন্দি সিনেমা, তেমনই তামিল, তেলুগু, বাংলা । ২০১৩-তে শেষবার তাঁকে সিনেমায় দেখা গিয়েছিল । তবে প্রায় ২০ বছর পরে চলতি বছর 'নাম' সিনেমা মুক্তি পেয়েছে সামিরার । তবে, সামিরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরও বটে । অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা প্রচুর ।

শুধু বলিউড কেন, টলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা খুব তাড়াতাড়ি রূপোলি পর্দাকে বিদায় জানিয়েছেন । তবে, সম্প্রতি, বিক্রান্ত মেসির সিদ্ধান্ত সবাইকে নাড়িয়ে দিয়েছে । 

এদিকে, বিক্রান্ত মাসের সিনেমা সবরমতী রিপোর্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোমবার সন্ধ্যায় সংসদের বালাযোগী অডিটোরিয়ামে 'দ্য সবরমতী রিপোর্ট'-এর স্ক্রিনিং হয় । প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখেন বিক্রান্তও ।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদদের সঙ্গে এই ছবি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। তিনি বলেন,  "আমি প্রধানমন্ত্রী, সব ক্যাবিনেট মন্ত্রী, অনেক সাংসদদের সঙ্গে ছবিটি দেখেছি। এটা আমার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা ছিল। আমি এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ আমি খুব খুশি ... এটাই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত, খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সিনেমা দেখার সুযোগ হয়েছে।"

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট'। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি ।

Vikrant Massey

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ