শুক্রবার, সামনেই লম্বা উইকেন্ড। বিনোদনের বেশ কয়েকটি ঠিকানা কিন্তু আপনার জন্য তৈরি। সিনেমা হল বা ওটিটি দুই-ই সরগরম থাকছে এ সপ্তাহে।
আজ বড়পর্দায় মুক্তি পাচ্ছে জিৎ-সুস্মিতা জুটির দ্বিতীয় ছবি 'মানুষ'। টিপিক্যাল জিৎ-ঘরানার মশালা ছবি 'মানুষ'। অ্যাকশন আর ইমোশনের মিশেল। ছোট্ট মেয়ের কাছে বাস্তব জীবনের 'নায়ক' হয়ে থাকতে চাওয়া এক বাবার গল্প।
একই দিনে পর্দায় আসছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি 'একটু সরে বসুন', বনফুলের ছোটগল্প আশ্রিত ছবি, মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, ইশা সাহারা।
Mohammed Shami: বিশ্বকাপ ফাইনালে লজ্জাজনক হার! কাদের দায়ী করলেন মহম্মদ শামি?
সিনেমাহলে যেতে আলস্য লাগলে আপনার জন্য থাকছে বাংলা ওটিটি সিরিজও, অন্তরমহল। সোয়েটারের পর আরও একবার ইশা-সৌরভের জুটি আসছে। সন্তানই কি দাম্পত্যের একমাত্র সুতো, সেই গল্পই বলবে অন্তরমহল।