দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবার প্রকাশ্যে এল 'গুড বাই' ছবির প্রথম গান। নির্মাতাদের তরফ থেকেই এই ছবির 'জয়কাল মহাকাল' নামের আধ্যাত্মিক গানটি রিলিজ করা হয়। এই গানটির রচয়িতা স্বানন্দ কিরকিরে। গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী ও সুহাস সাওয়ান্ত। গানটি প্রকাশ করার পরেই নিজের ইন্সটাগ্রামে তা শেয়ার করেন অভিনেত্রী নীনা গুপ্তা। লেখেন, 'জয়কাল মহাকালের রাগ এবং পরিবারের ভালোবাসা, এবার থেকে এই দুটোই প্রত্যেকের মনে শোনা যাবে।'
ছবির ট্রেলার বলছে, গুড বাই-এর গল্প শুরুই হয় নীনা গুপ্তার চরিত্রটির মৃত্যু দিয়ে। এই ছবি আসলে পরিবারেরই গল্প, ভাল্লা পরিবার আসলে তেমনই এক পরিবার, যারা প্রতিটা খারাপ সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জীবন যুদ্ধে জিতে যায়। এই গানটিতেও সেই লড়াইয়ের একটি অংশ তুলে ধরা হয়েছে। যেখানে নীনা গুপ্তার মৃত্যুর পর তাঁর পরিবার কেমন অসহায় হয়ে পড়েছে।
এই আধ্যাত্মিক গানটির একটি অংশের শুটিং হয়েছে বেনারসে। গানটিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, রশ্মিকা মান্দান্না, সুনীল গ্রোভার ও পাভেল গুলাটিকে। এই গানটি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। তিনি লিখেছেন, 'আমি যাই বলি না কেন সেটা এই গানের প্রতি ন্যায়বিচার করতে পারবে না।' একতা কপূরের প্রযোজনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৭ অক্টোবরে।