সলমন খানের বাড়ির সামনে চলল গুলি । রবিবার ভোরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে আতঙ্ক । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা । কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান ।
জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ ভাইজানের বান্দ্রার বাড়ির সামনে একের পর এক গুলির শব্দ শোনা যায় । পুলিশ সূত্রে খবর, মোটর সাইকেলে করে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী । অভিযোগ, প্রায় দুই থেকে তিন রাউন্ড গুলি চালায় তারা । গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । গুলি চলার সময় সলমন বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে।
সলমন খান আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন । গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন । এমনকি, তাঁর শাগরেদরা সলমনের বাড়িও জরিপ করে গিয়েছিল বলে জানা গিয়েছে । যদিও, সুপারস্টারকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ । কিন্তু, তার মধ্যেও এদিন গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে ।