ভরতলক্ষ্মী স্টুডিওতে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো । শনিবার সন্ধ্যেবেলায় হঠাৎ 'মিঠাই'-এর সেটের পাশের কারখানাতেই আগুন লাগে । যদিও সেই আগুন তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় । ক্ষয়ক্ষতি সেরকম হয়নি বলে খবর । শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান ।
এদিকে, আগুনের ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যায় 'মিঠাই' ভক্তরা । যদিও, শনিবার শুটিং বন্ধ ছিল ধারাবাহিকের । আর ধারাবাহিকের সেট ক্ষতিগ্রস্থ হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । এদিকে, ওইদিন একই স্টুডিওতে শুটিং চলছিল 'রাঙা বউ'-এর । আগুন লাগার পর পরই তাঁদের বাইরে নিয়ে আসা হয় । ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরব রায় চৌধুরী
টিভিনাইন বাংলা-কে জানান, সবাই ঠিক আছে। কোনও ক্ষতি হয়নি। এখন স্টুডিয়োগুলোতে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ ভাল। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া গিয়েছে।
উল্লেখ্য, স্টুডিওপাড়ায় আগুন লাগার ঘটনা নতুন । প্রায়ই এধরনের ঘটনা খবরে উঠে আসছে । গত মাসেই আগুন লেগেছিল এনটিওয়ান স্টুডিয়োতেও । কেন এধরনের ঘটনা বারবার ঘটছে, তা নিয়েই উঠছে প্রশ্ন ।