ইন্টারনেটে গত কয়েকদিন ধরেই ঝড় তুলেছে তাঁর নগ্ন ফটোশুটের (Nude Photo shoot) একগুচ্ছ ছবি। সেই ছবির জন্যই এবার আইনি বিপাকে গল্লি বয় অভিনেতা (Ranveer Singh)। মহিলাদের ভাবাবেগে আঘাত করায় রনভিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পিটিআই (PTI) সূত্রে খবর, একটি অসরকারি সংস্থার তরফে চেম্বুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির আওতায় এবং তথ্য প্রযুক্তি আইনে রনভিরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে অভিযোগে।
Coffee can make you live longer: কফিপ্রেমীদের জন্য দারুণ খবর! যত বেশি চুমুক, তত বেশি আয়ু
সম্প্রতি পেপার ম্যাগাজিনের (Paper Magazine) জন্য সম্পূর্ণ নগ্ন ফটোশুট করেছেন রনভির। সে সব ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ঝড় তোলা সেই ফটোশ্যুট নিয়ে অকপট রনভির। বলেছেন, তাঁর বিন্দু মাত্র অস্বস্তি হয়নি। শুধু শারীরিক ভাবে নয়, গোটা নিজেকেই তিনি নগ্ন করে হাজার মানুষের সামনে মেলে ধরার সাহস রাখেন, জানিয়েছেন বলি তারকা।
এ ধরনের সাহসী ফটোশুটের সাক্ষী প্রায় তিন দশক আগে থেকেছে এই দেশ। মিলিন্দ সোমন-মধু সাপরের বহু চর্চিত ছবি নিয়েও বিতর্ক কম হয়নি।