রিলিজের পর প্রথম দু'দিনে বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখ খান অভুনীত 'পাঠান'। প্রথম দু'দিনের শেষে দেশে ‘পাঠান’ ছবির মোট রোজগার ১২৫ কোটি টাকার। প্রথম দিন পাঠান রোজগার করেছে ৫৫ কোটি টাকা৷ দ্বিতীয় দিন আরও বেশি! ৭০ কোটি টাকা।
করোনার পর বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারেনি বলিউডের সিনেমা৷ তবে দারুণ ব্যবসা করেছিল দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইস’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’। ৫৭ বছর বয়সী কিং খান হিন্দি ছবির মরা গাঙে জোয়ার আনলেন।
Hiraan-Subhendu: দলবদলের জল্পনার মাঝেই নিজাম প্যালেজে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়ক হিরণের
পাঠান কার্যত নজির গড়েছে। পরিসংখ্যান বলছে,
এখনও পর্যন্ত ভারতে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলির মধ্যে ‘পাঠান’-এর প্রথম দু’দিনের রোজগারই সবচেয়ে বেশি। কিন্তু কোন ছবিগুলি পাঠান-এর ব্যবসার কাছাকাছি? দেখে নেওয়া যাক একনজরে।
করোনার পরবর্তী সময়ে বক্স অফিসে ঝড় তুলে গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। কিন্তু পাঠান তাকেও ছাপিয়ে গিয়েছে।
অন্যদিকে, পাঠান রিলিজ করার আগে পর্যন্ত
প্রথম দু’দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৯ সালে, অর্থাৎ কোভিড মহামারী ছড়িয়ে পড়ার আগে রিলিজ করে এই ছবি। প্রথম দিনে ৫৩ কোটি, দ্বিতীয় দিনে ২৩ কোটি টাকার ব্যবসা করেছিল ওয়ার । দু’দিনের মোট আয় হয়েছিল প্রায় ৭৫ কোটি টাকা।
দারুণ ব্যবসা করেছিল
২০১৮ সালে রিলিজ হওয়া অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্ অফ হিন্দুস্তান’ ছবিটি। মুক্তির দিনেই এই ছবির আয় ছিল ৫২ কোটি ২৫ লক্ষ টাকা। পাঠান-এর খুব কাছাকাছি। দ্বিতীয় দিনে ২৯ কোটি ২৫ লক্ষ টাকা রোজগার করে ছবিটি। দু’দিনের মোট আয় গিয়ে দাঁড়ায় ৮১ কোটি ৫০ লক্ষ টাকা।
তালিকায় আছেন কিং খানও। ২০১৪ সালে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন অভিনীত ছবিটি প্রথম দিনে ৪৪ কোটি ৯৭ লক্ষ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে এই ছবি বক্স অফিস থেকে রোজগার করে ৩১ কোটি টাকা। দু’দিনের মোট আয় ৭৬ কোটি টাকার বেশি। এটাও সেই সময়ে ছিল একটা দুর্দান্ত সাফল্য।
পিছিয়ে নেই সল্লুভাইয়ের ছবিও।
২০১৯ সালে সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবিটি প্রথম দিনে ৪২ কোটি ৩০ লক্ষ টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে ‘ভারত’-এর আয় ছিল ৩১ কোটি টাকা। দু’দিনে ছবিটির মোট আয় ৭৩ কোটি ৩০ লক্ষ টাকা। নজরকাড়া সাফল্য।