বলিউডেও এবার ‘খেলা হবে’(Khela Hobe) ! সে কথা প্রকাশ্যে আনলেন ‘খেলা হবে’ স্লোগানের স্রষ্টা স্বয়ং।
সম্প্রতি তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) তাঁর ফেসবুকে একটি সিনেমার পোস্টারের স্ক্রিনশট শেয়ার করেন। ছবির নাম ‘খেলা হবে’। এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে দেবাংশু লিখলেন, “সিনেমাটাই হওয়া বাকি ছিল।”
‘খেলা হবে’ নামের এই বলিউড ছবিটি তৈরি করেছেন পরিচালক সুনীল সি সিনহা। ছবিতে রয়েছেন ওম পুরী (Om Puri), মুগ্ধা গডসে (Mugdha Godse), রতী অগ্নিহোত্রীর (Roti Agnihotri) মতো নামী অভিনেতারা। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছবিটির।
Bank recruitment 2022: দেশজুড়ে ৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ ব্যাঙ্কে, জেনে নিন আবেদন করার খুঁটিনাটি
এবার মনে হওয়াই স্বাভাবিক, তা কী করে হয়? ওম পুরীর মৃত্যুর আগেই ছবির শুটিং হয়েছিল, পুরো ছবিটিই তৈরি ছিল ২০১৯ এর শেষেই। অরিমারীর কারণে ছবি মুক্তি পেতে অনেকটা দেরি হল। তার পাশাপাশি এও পরিস্কার, ছবির নাম ঠিক হয়েছে, ছবি তৈরির বেশ কিছুটা পরে, ততদিনে 'খেলা হবে' স্লোগান পেয়ে গিয়েছে বিপুল জনপ্রিয়তা।
একুশের বিধানসভা নির্বাচনের আগে দেবাংশুর এই খেলা হবে গান ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। আট থেকে আশি প্রায় সবার মুখেই জায়গা করে নেয় এই গান। এমনকী, নানা ভাষায় অনূদিত হয় গানটি।
আইএমডিবি বলছে, খেলা হবে ছবির কেন্দ্রীয় ভাবনার সঙ্গেও বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের যথেষ্ট মিল রয়েছে।