বিশ্ব চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন। মঙ্গলবার, ৯১ বছর বয়সে প্রয়াত হন এই ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক, পরিচালক ও খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক জ্যঁ লুক গদার। এদিন লিবারেশন পত্রিকার তরফে এই খবর প্রকাশ করা হয়।
ষাটের দশকে ফরাসি নতুন ধারার ছবির জনক হিসেবে ধরা হয় জ্যঁ লুক গদারকে। তাঁর আধুনিক চিন্তাধারার মাধ্যমে তিনি ১৯৬০ সালে তৈরি করেছিলেন তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি 'ব্রেথলেস'। এরপর থেকেই সম্পূর্ণ নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন গদার। যা 'ম্যাস্কুলিন ফেমিনিন', 'দ্য লিটল সোলজার',' মেড ইন ইউ এস এ'-এর মতো একের পর এক অসামান্য ছবি উপহার দিয়েছে বিশ্ব চলচ্চিত্র জগতকে। পরিচালক হিসেবে তাঁর কাজের প্রথম অধ্যায়টিই সবচেয়ে বেশি আলচিত হয়।
এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন তরুণ পরিচালকদের পথপ্রদর্শক। তাঁর চিন্তাধারা থেকে অনুপ্রাণিত হয়ে মার্টিন স্কোরসেজি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডে পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, রবার্ট অল্টম্যানের মতো পরিচালকরা বিশ্বকে একের পর এক ভিন্ন ধারার ছবি উপহার দিয়েছেন।
গদারের জন্ম ১৯৩০ সালে প্যারিসে। ফ্রান্স আর সুইজারল্যান্ডে কেটেছে তাঁর শৈশব। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে ভালোবাসতেন। গণিতেও পারদর্শী ছিলেন তিনি। ছোটবেলা থেকে তাঁর সাহিত্যিক ও শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও তিনি পরিচালক হয়ে ওঠেন। আর একের পর এক কালজয়ী চলচ্চিত্র উপহার দেন বিশ্ব চ্চলচিত্রপ্রেমীদের।