দিল্লির একটি হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন পোশাকশিল্পী রোহিত ব্যাল। আইসিইউতে, ভেন্টিলেশনে রাখা রয়েছে তাঁকে৷ ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোহিত।
তিন দশক ধরে নিজের হাতে ফ্যাশন ইন্ডাস্ট্রি শাসন করেছেন রোহিত। ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে সুরজ ঢলিয়া নামে এক মডেল সংজ্ঞাহীন অবস্থায় রোহিতকে হাসপাতালে ভর্তি করেন। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই কঠিন অসুখে ভুগছেন রোহিত। ২০১০ সালে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। অতিরিক্ত মদ্যপানের জন্য রিহ্যাবেও ছিলেন। মাঝে প্যানক্রিয়াটিসেও আক্রান্ত হন।
শ্রীনগরের ছেলে রোহিতের ঝুলিতে আছে অজস্র সম্মান৷ ২০০১ এবং ২০০৪ সালে ‘ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তিনি ‘বছরের সেরা ডিজাইনার’ নির্বাচিত হন। ২০০৬ সালে পান ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’। ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও পুরস্কৃত হন তিনি। আপাতত জীবনে ফেরার লড়াই লড়ছেন তিনি।