হাসপাতালে ভর্তি অভিনেতা তথা থিয়েটার ব্যক্তিত্ব মনোজ মিত্র, সপ্তাহ খানেক আগে এমন খবর প্রকাশ্যে এসেছিল, মঙ্গলবার রাত থেকে কিংবদন্তি নাট্য ব্যক্তিত্বের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় রীতিমতো বিরক্ত অভিনেতার পরিবার।
গত সপ্তাহের শুরুতে বর্ষীয়ান অভিনেতাকে ভর্তি করানো হয়েছিল SSKM হাসপাতালে। পেসমেকার বসানো হয়। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান শিল্পী। তারপর আচমকাই ছড়িয়ে পড়তে থাকে তাঁর মৃত্যুর ভুয়ো খবর। শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন মনোজ মিত্র।
Subhashree Ganguly: 'পরিণীতা'র পর আবারও এক ছবিতে ঋত্বিক- শুভশ্রী! আছেন মহাগুরুও
বাংলা ছবি এবং থিয়েটার দুনিয়ার দাপুটে অভিনেতা মনোজ মিত্র। ৮৫ বছর বয়সেও মঞ্চ, ছোট এবং বড় পর্দায় অভিনয় করে চলেছেন।