'ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই'...গানটার সঙ্গে ভীষণভাবে পরিচিত নব্বইয়ের দশকের ছেলে-মেয়েরা । ফাল্গুণী পাঠকের (Falguni Pathak) গাওয়া এই গানটার প্রতি আজও একইরকম ভাললাগা রয়ে গিয়েছে । সম্প্রতি, গানটির রিমেক (O Sajna Remake) তৈরি করেছেন নেহা কক্কর (Neha Kakkar) । যা নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় । নেহা কক্করের রিমেকে খুশি নন ফাল্গুণী পাঠকও । এতদিন, তিনি সোশ্যাল মিডিয়ায় তা হাবে-ভাবে বুঝিয়ে দিচ্ছিলেন । সম্প্রতি, নেটমাধ্যমে নেহার বিরুদ্ধে আর পরোক্ষ নয়, প্রত্যক্ষ প্রতিবাদ জানালেন ফাল্গুণী (Falguni Pathak is upset with Neha) । স্পষ্ট জানালেন, তিনি নেহার বিরুদ্ধে মামলা করতে চান । কিন্তু, একটা বিশেষ কারণে সেটা সম্ভব হচ্ছে না ।
নেহার গাওয়া 'ও সজনা' নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ । অনেকের অভিযোগ, ওই গানের আবেগ নষ্ট করে দিয়েছেন নেহা । ইনস্টা স্টোরিতে নেটাগরিকদের সেইসব মন্তব্য শেয়ার করেছেন ফাল্গুণী । পাশাপাশি, তাঁর গানকে ভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন । নেহার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি । আইনি পদক্ষেপ করতে চান । কিন্তু, তা সম্ভব হবে না, কারণ এই গানের সত্ত্ব তাঁর নয় । যদিও রিমেক নিয়ে কোনও বিরোধিতা করেননি তিনি । তাঁর কথায় রিমেক হোক, তাতে কোনও আপত্তি নেই । কিন্তু তা শ্রুতিমধুর হতে হবে ।
‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…’ গানটি ১৯৯৯ সালে প্রকাশ্যে এসেছিল। এই গানের রিমেক তৈরি করে নাম দেওয়া হয়েছে 'ও সজনা'। নতুন করে গানটির সুর সাজিয়েছেন তনিষ্ক বাগচী । গেয়েছেন নেহা কক্কর । মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নেহা, প্রিয়ঙ্ক শর্মা ও ধনশ্রী বর্মা ।