টলিউড এবং ঢালিউডের ইতিহাসে প্রথমবার। প্রথম কোনও প্রযোজনা সংস্থা একসঙ্গে একটি নয় দুটি নয় একসঙ্গে ১৮টি নতুন ছবির ঘোষণা করল। আজ্ঞে হ্যাঁ,বাংলায় শীত ঢোকার আগেই দর্শকদের জন্য বাম্পার সারপ্রাইজের কথা ঘোষণা করেছে এসকে মুভিজ। সম্প্রতি এক পাঁচ তারা বেসরকারি হোটেলে ঝাঁচকচকে অনুষ্ঠানের মাধ্যমে এই সুখবর দেয় এসকে মুভিজ। যেই তালিকায় রয়েছে চমকের পর চমক। খানিক বিরতির পর একেবারে গ্র্যান্ড প্রোজেক্টের কথা সামনে আনল এই প্রথম সারির প্রযোজনা সংস্থা।
২০২৬ সাল অবধি সিনেমার ক্যালেন্ডার প্রকাশ করে মোট ১৮টি ছবির তালিকা সামনে এনে নজির গড়েছে এসকে। 'রবীন্দ্র কাব্য রহস্য', 'সান্টা', 'এখানে অন্ধকার', 'অন্নপূর্ণা', 'বাবু সোনা', 'সরলক্ষ্য হোমস', 'তবুও ভালবাসি', 'গৃহস্থ', 'যদি এমন হতো', 'চন্দ্রবিন্দু', 'আমি আমার মত', 'অপরিচিত', 'আপনজন', 'আবার হাওয়া বদল', 'ভালবাসি তোকে ভালবেসে', 'ডিয়ার ডি', 'উড়াঞ্চু' এবং শাকিব খান অভিনীত 'দরদ'।
বহুপ্রতীক্ষিত একাধিক ছবি রয়েছে এই তালিকায়। প্রতিটি ছবিতেই প্রায় স্টারকাস্টের ছড়াছড়ি। পরমব্রত, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, ঋতাভরী চক্রবর্তী , শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়-কে নেই?
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ছবিতে, কী কী আকর্ষণ।
আবার হাওয়া বদল
মন মাঙ্গে More, আবার মানিকজোড়! হাওয়া বদলের পর এবার ‘এবার হাওয়া বদল’। এবারেও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। থাকছেন রাইমা সেন, রুদ্রনীল, পরম স্বয়ং।
সান্টা
অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন , অনির্বাণ চক্রবর্তী অভিনীত সান্টা মুক্তি পেতে চলেছে আগামীতেই। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায় এবং প্রতীক কুন্ডু।
ডিয়ার ডি
Imperfect মা-মেয়ের Perfect love story! রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ডিয়ার ডি ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়া এবং শ্রাবন্তীকে।
অপরিচিত
‘কে তুমি, কে আমি... 'অপরিচিত' লাগে…’ জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত অপরিচিত ছবিতে মুখ্য ভূমিকায় ঋত্বিক, ঈশা , অনির্বাণ চক্রবর্তীরা। সঙ্গীত পরিচালনায় শুভম মৈত্র।
অন্নপূর্ণা
‘যে রাঁধে, সে স্বপ্নও বাঁধে!’ অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় এবং ঋষভ বসু, দিতিপ্রিয়া রায়রা।
রবীন্দ্র কাব্য রহস্য
এই ছবি নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। "জাতীয় কবি দেশের শত্রু ছিলেন?” এই টুকু ক্যাপশনে লেখা হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় , ঋত্বিক চক্রবর্তী। পরিচালক সায়ন্তন ঘোষাল।
ভালবাসি তোকে ভালবেসে
সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ভালবাসি তোকে ভালবেসে’ আসছে বড়পর্দায়। মুখ্য ভূমিকায় ঋষভ, এবং রাজনন্দিনী।
এছাড়াও জিতু পায়েলের ‘আপনজন’ , রবীন্দ্র নাম্বিয়ার পরিচালনায় ‘তবুও ভালবাসি’, অঙ্কুশ ঐন্দ্রিলার ‘চন্দ্রবিন্দু ‘, ‘সরলাক্ষ হোমস’ যার মুখ্য ভূমিকায় ঋষভ, জিতু ও শ্রাবন্তীর ‘বাবু সোনা’, ‘আমি আমার মতো’, মানসী সিনহাদের 'উড়াঞ্চু' , এবং বাংলাদেশের সুপারস্টার 'দরদ' আছে একসের হাত ধরে।
উল্লেখযোগ্যভাবে এই ১৮টি ছবির বেশ কিছু ছবিতে নতুনরা দাপিয়ে কাজ করছেন। একাধিক ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়া, ঋষভ এবং রাজনন্দিনীদের। পরমব্রত, ঋত্বিকেরও প্রায় গোটা তিনেক ছবি মুক্তি পেতে চলেছে।
বিভিন্ন ধারার গল্পের এক ক্যালেন্ডার সাজিয়েছে এসকে। রোমান্টিক, থ্রিলার, কমেডি থেকে পারিবারিক গল্প সব স্বাদের গল্প রয়েছে তালিকায়। জানা গিয়েছে এর মধ্যে একাধিক ছবিরই শ্যুটিং, ডাবিং সবই হয়ে গিয়েছে। এবার কেবল মুক্তির জন্য দিন গোনা শুরু করতে হবে।