২০০৮ সালে 'চিরদিনই, তুমি যে আমার' ছবি দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু তাঁর। ছোটপর্দায় তারও বেশ কয়েকবছর আগে থেকেই। তবে, নিজের কাজকে ছড়িয়ে দিতে পছন্দ করা তিনি শুধু পর্দাতেই তো সীমাবদ্ধ নন। সাহিত্য, মঞ্চ, বারবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে স্পষ্টভাবে প্রতিবাদ- সবেতেই এক সচেতন নাগরিক-শিল্পীর ছাপ রেখে গিয়েছেন বরাবর। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ৩৯ বছরের জন্মদিন পালিত হচ্ছে রবিবার। আর, তার আগে তাঁকে দারুণ সারপ্রাইজ দিল টিম 'লালকুঠি'।
টিমের সদস্যদের পরিকল্পনা ছিল আগেই। তবে সে কথা তাঁরা জানাতে দেননি অভিনেতাকে। তবে, তিনি কি কিছুই টের পাননি? একেবারেই তা নয়। পেয়েছিলেন। কিন্তু, তা কাউকেই বুঝতে দেননি।
রাত বাড়লে শহরের নামজাদা রেস্তরাঁয় হাজির হল টিম। ভিড় বাড়ল এক এক করে। মধ্যমণী অভিনেতা। পাশে দাঁড়িয়ে তদারকির দায়িত্বে রুকমা রায়। এল বেশ কয়েক রকমের কেক। সঙ্গে খাবার এবং হরেক উপহার। উপহার দিলেন রুকমাও। তিনি রাহুলকে দিয়েছেন বই। রাহুল রুকমাকে জড়িয়ে ধরে খেলেন চুমুও।
সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর উৎসাহের বান ডাকল অভিনেতার নেটিজেন ভক্তদের মধ্যেও।