ইউটিউবার এবং বিগবস ওটিটি সিজন ২-এর বিজয়ী এলভিশ যাদবকে গ্রেফতর করা হয়েছে। বেআইনি সাপের বিষ ব্যবহার এবং পাচারের অপরাধে তাঁকে গ্রেফতার করে নয়ডার পুলিশ। গত বছর নভেম্বর মাসে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে এলভিশের নাম পায় পুলিশ। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাঁকে, পরে গ্রেফতার হন এলভিশ যাদব।
গত বছর পশুদের জন্য কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে প্রথম বিষয়টি নজরে আসে। রেভ পার্টিতে তদন্ত চালিয়ে, পুলিশ নেশার দ্রব্য সাপের বিষ উদ্ধার করে। এবার সেই মামলাতেই গ্রেফতার এলভিশ।
Lok Shaba Election 2024 : ডায়মন্ড হারবারে অভিষেককে চ্যালেঞ্জ জানাতে চান নৌশাদ, অপেক্ষা অনুমোদনের
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইউটিউবার। এমনকি এই মামলায় মানহানির অভিযোগ দায়ের করার হুমকিও দিয়েছেন তিনি।