এই মুহূর্তে বিনোদনের একটি বিরাট জায়গা জুড়ে রয়েছে ইউটিউব (Youtube)। ভ্লগ থেকে শুরু করে রকমারি ভিডিয়ো ইউটিউবের পোকা কমবেশি ৮ থেকে ৮০ সকলেই। আর সেকারণেই ইউটিউব তারকাদের রমরমাও বিরাট। এদের মধ্যে উল্লেখযোগ্য ওয়ান্ডার মুন্না, বং গাই কিরণ দত্ত, 'বাঁকুড়া মিমস' খ্যাত উন্মেষ গাঙ্গুলি। ইউটিউবে তাঁদের প্রতিভা আমরা বহুবার দেখেছি, আজ জানাব তাঁদের লেখাপড়ার দৌড় কতদূর।
বংগাই (Bong Guy) কিরণ দত্ত (Kiran Dutta) লেখাপড়াতেও দারুণ। মাধ্যমিকে A+, AA এর কমে তিনি পাননি। পরবর্তীতে সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং শেষ করেন বংগাই৷
ওয়ান্ডার মুন্না (Wander Munna) ওরফে ইন্দ্রাণী বিশ্বাস মাধ্যমিকে পেয়েছিলেন ৭৫% নম্বর। এরপর সায়েন্স নিয়ে পাশ উচ্চমাধ্যমিক। এরপর ইংরাজিতে স্নাতক শেষ করেন মুন্না।
সকলের প্রিয় 'ঘোতন' ওরফে উন্মেষ গাঙ্গুলি (Unmesh Ganguly) মাধ্যমিকে পেয়েছিলেন ৮১% নম্বর। এরপর সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিকে ৬৩% নম্বর পান উন্মেষ। উচ্চমাধ্যমিকের পর এন এস এইচ এম থেকে মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক তিনি।