শুধু হাওয়া নয়, প্রবল ঝোড়ো হাওয়া। গত পাঁচ দিন ধরে এক উত্তাল হাওয়ার দাপট চলেছে কলকাতার নন্দন চত্ত্বরে। বুধবার সকালে তার সাক্ষী থাকল এডিটরজি বাংলা।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর 'হাওয়া' ইতিমধ্যেই সাড়া ফেলেছে এপার বাংলার মানুষের কাছেও। শুধু ছবি দেখতেই বাংলা দেশ যাবেন, এমনটাও ভেবে ফেলেছিলেন অনেকেই। এমন সময় কলকাতায় আয়োজিত হল চতুর্থ বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই ৫ টি শো ছিল হাওয়ার। প্রথম দিনেই নন্দনের বাইরে হাওয়া দেখতে দীর্ঘ লাইন পড়ে, প্রায় এক কিলোমিটার লম্বা। ক্রমেই ছবি নিয়ে বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা আকাশ ছোঁয়।
প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে কী বলছেন দর্শকরা? শুনল এডিটরজি বাংলা।
কম বেশি সকলের প্রতিক্রিয়াই এক, হল থেকে যা দেখে বেরোলেন, তা একটা শব্দে বর্ননা করা যায় না, দেখার আগেও ছবি সম্পর্কে অজস্র কথা শুনেছেন, তবু দেখার পর যেন বিশ্বাস হচ্ছে না, এমন একটা ছবি সত্যিই হয়েছে, বাংলা ভাষায়।