৬ বছর বাদে দ্বিতীয়বার ভারতের মাটিতে কনসার্ট করতে এসেছিলেন বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান। ভারতে সফর শেষের আগে একাধিক অবিস্মরণীয় মুহূর্ত জমিয়েছেন গায়ক। যার মধ্যে অবশ্যই অন্যতম, ‘কিং’ এর বাড়ি মান্নাতে কিছু সময় কাটানো। শাহরুখের সিগনেচার স্টাইলে এড হাত বাড়িয়েছিলেন, সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।
তাঁর ওমন দরদী কন্ঠে ‘পারফেক্ট’ গেয়েও তিনি শুনিয়েছেন শাহরুখ খানকে। আন্তর্জাতিক গায়ককে গিটার বাজিয়ে তাঁর জনপ্রিয় গান গেয়ে শোনাতে দেখা যায়, আর সেই গান পাশে বসে উপভোগ করেছেন কিং। এড-এর সঙ্গে বেশ কিছু শেয়ার করেছেন গৌরী খানও।
এড ১৬ মার্চ ভারতে একটি জমজমাট পারফরম্যান্স করেন। তার আগে ১২ মার্চ-ই দেশের মাটিতে পা রেখেছিলেন এড। মায়ানগরীতে নেমেই, একটি স্কুলে যান তিনি স্কুলের বাচ্চাদের গেয়ে শুনিয়েছিলেন ‘শেপ অফ ইউ’