বাবা হলেন দুর্নিবার। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মোহর। সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছেন গায়ক। পুজোর আগেই যুগল জানিয়েছিলেন দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। গত বছরের প্রথমেই ঘটা করে বিয়ে সেরেছিলেন দুজন। এবার দুই তিন হলেন ‘দুর্নিমোহর’।
Poonam Pandey: মিথ্যে হল 'মৃত্যু', স্বমহিমায় ভিডিয়ো শেয়ার করে পুনম জানালেন, 'বেঁচে আছি, সুস্থ আছি'
দম্পতির তরফে একটি পোস্টের শেয়ার করে লেখা হয়েছে, ‘‘আমরা জানতাম না কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে।’’ ক্যাপশনে দুর্নিবার লিখেছেন, ‘We are three now”