দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে যেমন ইতিহাস, ঐতিহ্য, অনেক মুহূর্ত... পুজো মানেই যেমন নতুন জামা, প্যান্ডেল হপিং, খাওয়া-দাওয়া, হই হুল্লোড়, তেমনই পুজো মানেই একগুচ্ছ সিনেমা । চলতি বছরই পুজোর সময় মুক্তি পেয়েছে তিনটে বাংলা সিনেমা । আর দু'টি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে । তবে, এবার বলিউডকে টেক্কা দিয়েছে টলিউড । আলিয়া ভাটের 'জিগরা'ও রাজকুমার রাও-তৃপ্তি দিমরির 'ভিকি বিদ্যা কা উও ওয়ালা ভিডিয়ো' সেভাবে ব্যবসা করতে পারেনি বক্সঅফিসে । তুলনায় 'টেক্কা','শাস্ত্রী' আর 'বহুরূপী'-র পুজোর কয়েকদিন ভাল ব্যবসা করেছে বক্স অফিসে । তবে, তিন বাংলা সিনেমার মধ্যে দর্শকদের মন জিতে নিল কোন ধারাবাহিক ?
পঞ্চমীর দিনই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা । প্রত্যেক বছর সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবির জন্য অপেক্ষা করেন বাংলার দর্শকরা । এবার সৃজিতের তুরুপের তাস দেব, রুক্মিণী ও স্বস্তিকা মুখোপাধ্যায় । ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিকে ঘিরে উন্মাদনার পারদ চড়েছে । প্রত্যাশাও দ্বিগুণ হয়েছে । তাই, দর্শক পঞ্চমী থেকেই হলমুখী, বলা ভাল টেক্কামুখী । বেশিরভাগ শো হাউজফুল । এমনটাই জানা গিয়েছে । দেবও সোশ্যাল মিডিয়ায় 'হাউজফুল'শোয়ের ভিডিও শেয়ার করেছেন । জানা গিয়েছে, গত প্রায় এক সপ্তাহে দু কোটির বেশি আয় করেছে টেক্কা । তবে, বহুরূপী-কে টেক্কা দিতে পারলেন না সৃজিত ।
টেক্কা-র সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী । আবির-ঋতাভরী অভিনীত ছবি প্রথম থেকেই হিট । সিনেমায় অন্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদকে । বহুরূপী সিনেমায় শুধু প্রযোজক হিসেবে নয়, অভিনেতা হিসেবে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন শিবপ্রসাদ । সৃজিতের টেক্কা-কে এক গোল দিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩ কোটির বেশি ব্যবসা করেছে সিনেমা বহুরূপী । প্রতিদিন লাফিয়ে বাড়ছে ছবির আয় । এককথায় বলতে গেলে তিন বাংলা সিনেমার মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে বহুরূপী ।
টেক্কা ও বহুরূপীর সামনে টিকতে পারেনি শাস্ত্রী । জানা গিয়েছে, মিঠুন-সোহম অভিনীত ছবির আয় এক সপ্তাহের হিসেবে এখনও এক কোটির ঘরে পৌঁছতে পারেনি । তবে, শাস্ত্রীরও বেশ কয়েকটি শো হাউজফুল রয়েছে । পুজোর সময় তিনটি ছবিই ভাল ব্যবসা করেছে বলে জানা গিয়েছে ।
পুজো শেষ । তবে, পুজোর রেশ রয়ে গিয়েছে । তাই এখনও হলমুখী দর্শক । পুজো শেষ হলেও হাউজফুল রয়েছে বেশিরভাগ শো । অনলাইন টিকিট বিক্রি সংস্থার পরিসংখ্যান অন্তত তাই বলছে ।