পুজোর কটা দিন হইহই আনন্দ, বাইরে ঘোরাঘুরি, সাজগোজ তো থাকছেই। উৎসব তো আসলে মলিনতা ধুইয়ে দেওয়ার উদযাপন। কিন্তু আপনার ত্বকই যদি মলিন থাকে, তাহলে? উৎসবের মরশুমে ত্বক যাতে উজ্জ্বল থাকে, তার কিছু টোটকা রইল।
এক মুঠো তুলসি পাতা বেঁটে রস বের করে তাতে এক চামচ লেবুর রস ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুজোর আগে অবধি প্রতিদিন মাখুন।
Parineeti-Raghav Wedding: 'মন থেকে ধন্যবাদ', শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞতার ভাষা নেই রাগনীতির
পুজোর আগে ত্বক এক্সফোলিয়েট করতে এক চামচ চিনির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে ভাল করে ঘষে করে নিন। ৩-৪ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ বেসন ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট পনেরো-কুড়ি অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ট্যানের সমস্যা দূর করতে এই প্যাক খুব জরুরি।